Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জরুরি অবস্থা আরো দীর্ঘায়িত করার সিদ্ধান্ত জাপানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম


নভেল করোনাভাইরাস সংক্রমণে সর্বশেষ ঝড় মোকাবেলায় অর্থনৈতিক বিধ্বস্ততার মধ্যেও চলমান জরুরি অবস্থা আরো এক মাস দীর্ঘায়িত এবং বড় বড় মেট্রো অঞ্চলে প্রসারিত করার পরিকল্পনা করছে জাপান। সংসদের নিম্নকক্ষ জরুরি আদেশ লঙ্ঘনে জরিমানার বিষয়টি অনুমোদন করেছে। ফলে নির্দেশ অনুযায়ী দ্রæত বন্ধ না করলে বার ও রেস্তোরাঁগুলোকে জরিমানার মুখে পড়তে হবে। আইনটি এ সপ্তাহের শেষ দিকে প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগার জোট নিয়ন্ত্রিত সংসদের উচ্চকক্ষে চ‚ড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। খবর বøুমবার্গ। টোকিও, ওসাকা, নাগোয়াসহ ১১টি অঞ্চলজুড়ে জরুরি অবস্থা দেশটিতে সংক্রমণ রুখে দিতে সহায়তা করেছে। ফলে সংক্রমণের সংখ্যা কমে যেতে শুরু করেছে। যদিও সুগার সরকার বলেছে, সংক্রমণের সংখ্যা এখনো উদ্বেগজনক বেশি রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকার ৭ ফেব্রুয়ারি শেষ হতে যাওয়া প‚র্বে ঘোষিত জরুরি অবস্থা আরো এক মাস বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া অবস্থার উন্নতি হওয়ায় জরুরি অবস্থার তালিকা থেকে তোচিগি প্রদেশের নাম বাদ দেয়ার সম্ভাবনা রয়েছে। নাগরিকদের বাড়ি থেকে কাজ করার অনুরোধসহ জাপানের বর্তমান ব্যবস্থাগুলো ইউরোপীয় দেশগুলোর লকডাউনের তুলনায় কম কঠোর। একটি ধীরগতির পুনরুদ্ধার দিয়ে বছর শুরুর পরিবর্তে ইউরোপের কয়েকটি দেশে দুই অংকের সংকোচনের সম্ভাবনা রয়েছে। জরুরি অবস্থা প্রসারিত করা ব্যবসায় জন্য ধ্বংসাত্মক প্রভাব নিয়ে আসবে। বøুমবার্গ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ