গফরগাঁওয়ে ঢিলে ঢালা ভাবে চলছে লকডাউন

সময় তখন ২ টা বেজে ৩০ মিনিটের মতো খান বাহাদুর ইসমাঈল রোডে চলছে ব্যাটারি চলিত
মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এলাকার কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগে মহিউদ্দিন সর্দার নামের এক ভূমিদস্যুকে ১লাখ টাকা জরিমানা করেছেন ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। মহিউদ্দিন উপজেলার শতখালি গ্রামের হারুন সর্দারে ছেলে।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান জানান- বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে এক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পৌঁছে বাস্তব প্রমাণ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের সাথে জড়িত না হওয়ার জন্য সাবধান করে দেয়া হয়। এছাড়া ইতিপূর্বে তার নামে সরকারি খালের পাড়সহ রাস্তার মাটি কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।