Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ০১ আষাঢ় ১৪২৮, ০৩ যিলক্বদ ১৪৪২ হিজরী
শিরোনাম

ময়মনসিংহ-যশোর বিএনপির ৪ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

ময়মনসিংহ ও যশোরে ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল বৃহস্পতিবার এসব নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হচ্ছেন- ময়মনসিংহের ফুলপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকি, সাবেক সদস্য মো. রাকিবুল হাসান সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুল এবং যশোরের বাঘারপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ ও যশোরের উল্লেখিত নেতাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি-নেতা-বহিষ্কার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ