যেসব অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস
দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা
ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনের বিদ্রোহী মেয়র প্রার্থীসহ বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ উত্তর জেলাধীন ফুলপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সাবেক সদস্য মো. রাকিবুল হাসান সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য যে, ফুলপুর পৌরসভা নির্বাচনে বিএনপির সদস্য রকিবুল হাসান সোহেল মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হয়ে নারিকেল গাছ প্রতীক নিয়ে দলীয় প্রার্থীর ধানের শীষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।