Inqilab Logo

বুধবার, ১০ আগস্ট ২০২২, ২৬ শ্রাবণ ১৪২৯, ১১ মুহাররম ১৪৪৪
শিরোনাম

আন্ত:জেলা ভলিবল শুরু কাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

দেশের ১২টি জেলার অংশগ্রহণে আগামীকাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ওয়ালটন আন্ত:জেলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ৭ দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- সাতক্ষিরা, গাজীপুর, কুমিল্লা, নড়াইল, বগুড়া, পঞ্চগড়, ঢাকা, চট্টগ্রাম, কুষ্টিয়া, দিনাজপুর, পটুয়াখালী ও সিলেট। দলগুলো চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন শফিউল ইসলাম মহিউদ্দিন, এমপি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এ সময় ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল উপস্থিত ছিলেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্ত:জেলা-ভলিবল

৯ ফেব্রুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ