Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে আ.লীগ নেতার ছেলের জেল

বিচারকের ওপর হামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

নগরীর পতেঙ্গা এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় এক বিচারকের উপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের পুত্র আলী আকবর ইকবালকে (২৭) পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেন।

গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রায় দেন। অপর অভিযুক্ত হাসান আলী জিসানকে (২৪) খালাস দিয়েছেন আদালত। হাজী ইকবাল ও তার ছেলে আলী আকবর ইকবাল দক্ষিণ হালিশহর এলাকায় যুবলীগ কর্মী মহিউদ্দীন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। নগর পুলিশের এসি শাহাবুদ্দীন খান জানান, গত ৯ ডিসেম্বর বিকেলে পতেঙ্গা এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো. জহির উদ্দিনের উপর হামলা করে আলী আকবর ইকবালসহ তার সহযোগীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচারক

১৭ এপ্রিল, ২০২২
১৯ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ