আল্লাহর দিকে তাকিয়ে থাকা ছাড়া আমার কোন পথ নাই- কাদের মির্জা

বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেছেন, আল্লাহর দিকে তাকিয়ে
ঝালকাঠির রাজাপুরে অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে তিন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পশ্চিম আদাখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো বরগুনা উপজেলার ডেমা এলাকার মৃত রুস্তম আলী হাওলাদারের ছেলে মো. আলম হাওলাদার (৪২), কাঠালিয়া উপজেলার নলবুনিয়া এলাকার আমজেদ সিকদারের ছেলে মো. মন্টু সিকদার (৫০), সৌজালিয়া এলাকার মো. চুন্নু জমাদ্দারের ছেলে মো. রিগান জমাদ্দার (৪০)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।