Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ওসমানীনগরে নবজাতক ওসমান উদ্ধার

দায়িত্ব নিলেন ওসি শ্যামল বণিক

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৪৭ পিএম

সিলেটের ওসমানীনগরে ৩-৪ দিন বয়সী এক নবজাতককে কুড়িয়ে পাওয়া গেছে। উদ্ধার হওয়া শিশুটিকে এসওএস শিশু পল্লীতে হস্তান্তর করা হয়েছে। শিশুটির ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক।

জানা যায়, বুধবার (১০ ফেব্রæয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামের রাস্তায় কান্নারত ৩-৪ দিনের এক ছেলে শিশুকে কুড়িয়ে পান এলাকাবাসী। শিশুর কোনো অভিভাবক না পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলার দয়ামীরস্থ এসওএস শিশু পল্লী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকৃত শিশুটিকে এসওএস শিশু পল্লীতে হস্তান্তর করা হয়েছে। তার নাম রাখা হয়েছে ওসমান নূর। আমি স্বেচ্ছায় তার ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছি। বর্তমানে সে সুস্থ আছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ