খুলনায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে ফেসবুকে অশ্লীল কমেন্ট : যুবক গ্রেফতার
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মিজানুর রহমান মিজান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় নগরীর ভুতের গলি থেকে
যশোর-মাগুরা সড়কের গাইদঘাটে দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন যাত্রী। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। গতকাল ঢাকা থেকে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের নৈশ কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা কবলিত হয়। নিহত বাস চালক সোহাগ গোপালগঞ্জের কোটালিপাড়ার বাবুল মিয়ার ছেলে। আহতরা হলেন, খুলনার দিঘলিয়ার আলম শেখের স্ত্রী জাহানারা বেগম, আলতাফ হোসেনের ছেলে রিপন, তেরখাদার শামীম আহমেদের ছেলে মীর মোহাম্মাদ, যশোর সদরের রুহুল কুদ্দুসের ছেলে ফরহাদ হোসেন কাজল এবং চৌগাছার মন্টু মিয়ার স্ত্রী নূরজাহান বেগম।
দুর্ঘটনায় আহত রিপন জানান, চালক ঘুম ঘুম চোখে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।