খুলনায় আজ এ বছরের সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

আজ খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। খুমেকের ভাইস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারা মিয়া নামে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তারা মিয়া উপজেলার পিতলগঞ্জ এলাকার আসমান উদ্দিন ভুইয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির জানান, তারা মিয়া পদ্মা অয়েল মিল কোম্পানি থেকে সার্টিফিকেট জালিয়াতি করে টাকা উত্তোলন করে নেয়। এ ঘটনায় পদ্মা অয়েল মিল কোম্পানি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারা মিয়া আদালতে হাজির না হলে আদালত তাকে কারাদন্ড প্রদান করে। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিতলগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।