খুলনায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে ফেসবুকে অশ্লীল কমেন্ট : যুবক গ্রেফতার
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মিজানুর রহমান মিজান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় নগরীর ভুতের গলি থেকে
নওগাঁর মহাদেবপুরে কবিতা আক্তার (২২) নামের স্বামী পরিত্যাক্তা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৫টায় উপজেলার সফাপুর ইউনিয়নের বিণোদপুর গ্রাম থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। তিনি ওই গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। পুলিশ জানায়, এদিন দুপুর ১২টায় কবিতা তার বাবার উপর অভিমান করে পরিবারের সকলের অগোচরে ওড়না পেঁচিয়ে স্বয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা এন্ট্রি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।