যে কারণে ব্রিটেনে ৪ লাখ শিশু মানসিক সমস্যায় সহায়তা চায়

ব্রিটেনে কোভিডের কারণে ৪ লাখ শিশু মানসিক সহায়তা চায় এবং এ চাহিদা ২৮ শতাংশ বৃদ্ধি
সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে সিরিয়া। সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানায়। খবর এএফপি। গত ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে ইসরাইল ধারাবাহিকভাবে দেশটিতে হামলা চালিয়ে আসছে। তাদের এসব হামলার প্রধান লক্ষ্য হচ্ছে ইরানি ও লেবাননের হিজবুল্লাহ বাহিনীর সদস্য এবং সরকারি সেনারা। সামরিক স‚ত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সানা জানায়, মধ্যরাতের পরপরই ‘ইসরাইলি শত্রু বাহিনী অধিকৃত গোলান ও গালিলী থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়’। সূত্র জানায়, দামেস্কের কাছে বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তারা আরও জানায়, এসব ক্ষেপণাস্ত্র হামলার ‘অধিকাংশ’ সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী ঠেকিয়ে দেয়। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, গত ১৩ জানুয়ারি সিরিয়ার পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় ৫৭ জন সরকারি সেনা ও তাদের মিত্র যোদ্ধা নিহত হয়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।