Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্ণফুলীতে নৌকাডুবি পোশাক কারখানা কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৭ এএম | আপডেট : ১১:৪২ এএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

পতেঙ্গায় কণর্ফুলী নদীতে যাত্রীবাহী নৌকাডুবিতে এক পোশাক কারখানা কর্মকর্তা মারা গেছেন। নিখোঁজ আছেন আরও একজন।
মঙ্গলবার সকালে কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাটের কাছে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়।

নিহত সৈকত বড়ুয়া (৩০) কর্ণফুলী উপজেলার শাহমীর পুর এলাকার প্রশান্ত বড়ুয়ার ছেলে। তিনি নগরীর ইপিজেড এলাকার একটি তৈরি পোশাক কারখানায় কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করতেন।

এছাড়া একই দুর্ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- ইব্রাহীম খলিল (৪০) ও সালাউদ্দিন (৩৯)। এরাও ইপিজেড এলাকার পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

কোস্টগার্ড কর্মকর্তা লে. রউফ জানান, সকাল পৌনে আটটার দিকে কর্ণফুলী উপজেলার ১২ নম্বর ঘাট থেকে ২৪ জন যাত্রী নিয়ে পতেঙ্গায় যাচ্ছিল নৌকাটি। ডুবে যাবার পর ১৯ জনকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌকাডুবি

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ