Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাচোলে বাল্য বিয়ে পড়ানোর দায়ে ইমামের ১বছর ও মেয়ের পিতার ১৫ দিনের কারাদন্ড

বর ও বরের পিতা পলাতক

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৮:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্য বিয়ে পড়ানোর দায়ে ইমামের ১বছর ও মেয়ের পিতার ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা। এ ঘনায় পাইতালী গ্রামের বর নয়ন আলী(১৭) ও তার পিতা কাবাতুল্লাহ(৪০) পলাতক রয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সোমাবার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর সোগুনা গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে মানিক(৪৫) তার মেয়ের বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং এ অপরাধের সাথে জড়িত থাকার দায়ে ওই বিয়ের মৌলভী, খেসবা দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক আলিশাহপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪৮)কে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাল্যবিবাহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ