খুলনায় আজ এ বছরের সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

আজ খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। খুমেকের ভাইস
খুলনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮৪০ পিস ইয়াবা ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে। এ ঘটনায় গ্রেফতার হয়েছে দুই মাদক ব্যবসায়ী। তারা হচ্ছে, কাজী আনিচুর রহমান (৫২) এবং মো. শাহ আলম (৪০)। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে কেএমপি’র সোনাডাঙ্গা থানাধীন ছাত্তার বিশ্বাস রোড থেকে কাজী আনিচুর রহমান ও শাহ আলমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিকেলে শাহ আলমের ছাত্তার বিশ্বাস রোডের ভাড়া বাসায় অভিযান চালায় ডিবির একটি টিম। অভিযানে তার শয়নকক্ষ থেকে ৮০০ পিস ইয়াবা ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত দুইজনের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কেএমপির উপ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান ২ মাদক ব্যবসায়ী আটক ও গুলি-ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।