Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়া ফেসবুকের পদক্ষেপে ভীত নয় : প্রধানমন্ত্রী স্কট মরিসন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩৭ এএম | আপডেট : ১০:৪১ এএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

ফেসবুক কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ায় খবর প্রচার, দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে। দেশটির সরকারের সঙ্গে গণমাধ্যমকে মুনাফার ভাগ দেওয়ার আইন নিয়ে টানাপড়নের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, এ নিয়ে তারা ভীত নয়। -বিবিসি, দ্য গার্ডিয়ান

ফেসবুকের এহেন কর্মকাণ্ডকে ঔদ্ধত্যপূর্ণ বলেও উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। জানা যায়, সংবাদ মাধ্যমের পেইজের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য, জ্বালানিসহ বিভিন্ন দপ্তরের পেইজও বন্ধ করে দিয়েছিল ফেসবুক। অবশ্য পরে তারা দাবি করেছে, সরকারি পেজ বন্ধ করা হয়েছিল ভুল করে। অস্ট্রেলিয়ার বাইরে থাকা মানুষরাও দেশটির কোনো গণমাধ্যমের খবর ফেসবুকে খুঁজে পাচ্ছেন না। ফেইসবুক কর্তৃপক্ষের নাটকীয় এই পদক্ষেপের ফলে অস্ট্রেলিয়ার নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া নিয়েই উদ্বেগ তৈরি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ