Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ১৭ বসতঘর ভস্মীভূত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০৩ পিএম

নগরীর পাহাড়তলী ও কর্ণফুলী উপজেলার শিকলবাহায় রোববার পৃথক অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে গেছে। শিকলবাহার ৬ নম্বর ওয়ার্ডের জামালপাড়া নয়া পুকুর পাড় এলাকায় বিকেল সাড়ে তিনটায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামারবাজার ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে ৪টি সেমিপাকা ও ৫টি কাঁচা বসতঘর পুড়ে যায়। ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বেলা সোয়া একটার দিকে নগরের পাহাড়তলী থানার ব্যাংক কলোনি এলাকার আবদুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে দুইটি গাড়ি সেখানে ছুটে যায়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় । আগুনে আটজন মালিকের আটটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ