Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনায় মৃত্যু ২৪ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩৭ এএম

বিশ্বজুড়ে করোনার বিস্তার কমলেও মৃত্যু এবং সংক্রমণ চলছেই। গত ২৪ ঘণ্টায় (রবিবার) বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও প্রায় ৬ হাজার মানুষের। এ নিয়ে মহামারীতে মোট প্রাণহানি ২৪ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৭ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১১ কোটি ১৯ লাখ ৩৮ হাজারের কাছাকাছি।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও যুক্তরাষ্ট্র। ১১শ’ ৪২ জনের মৃত্যুতে করোনায় দেশটির মোট প্রাণহানি ৫ লাখ ১১ হাজার ছাড়াল। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫১ হাজারের ওপর।

এদিকে, মেক্সিকোয় একদিনে মারা গেছে ৮৩২ জন। ৫৫৪ জনের মৃত্যুতে ব্রাজিলে মোট প্রাণহানি দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ৫শ’র ওপর। ভারতে এ সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪শ’ ছাড়িয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ