চট্টগ্রামে মূল্যতালিকা না থাকায় ১২ দোকানিকে জরিমানা

নগরীতে নিত্যপণ্যের মূল্যতালিকা না টাঙানোর দায়ে ১২ দোকানিকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রান্নাঘরের চুলা থেকে ওই ঘরে আগুন লাগে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান সোমবার রাতে উপজেলার পারুয়া সাহাব্দীনগর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। মৃত গণেশ দেবনাথ সাহাব্দীনগর গ্রামের বিধান দেবনাথের ছেলে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার লিটন হাওলাদার জানান, রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৮টার দিকে আগুন প্রায় নেভানো সম্ভব হয়।
আগুন নেভানোর কাজের একপর্যায়ে ফায়ারকর্মীরা ঘরেই পুড়ে অঙ্গার অবস্থায় শিশুটির লাশ দেখতে পায় । সেটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আগুনে বিধান দেবনাথের ঘরসহ পাঁচ-ছয়টি কাঁচা বসতঘর পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।