Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতির উদ্দেশে বাইডেনের দুঃখভারাক্রান্ত ভাষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের যে কোনও দেশের চেয়ে এই সংখ্যা সবচেয়ে বেশি। এই উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই নিষ্ঠুরতাকে ভাগ্য হিসেবে মেনে নেওয়া যাবে না বলে উল্লেখ করে তিনি ভাইরাস ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া মৃতদের স্মরণে হোয়াইট হাউজের বাইরে মোমবাতি প্রজ্বলনের এক আয়োজনে যোগ দেন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। মৃতদের স্মরণে আগামী পাঁচদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রায় এক বছর ধরে চলা করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৮১ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃতের সংখ্যা নতুন মাইলফলকে পৌঁছানো ঘিরে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আজ আমি সব আমেরিকানকে স্মরণ করতে বলছি। স্মরণ করুন যাদের হারিয়েছি আর যাদের ফেলে এসেছি।’ বক্তব্যের শুরুতেই জো বাইডেন বলেন করোনা মহামারিতে মৃতের সংখ্যা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধে মোট নিহতের চেয়েও বেশি। বাইডেন বলেন, ‘আমরা প্রায়শই শুনতে পাই মানুষদের সাধারণ আমেরিকান বলা হচ্ছে। এমন কিছু নেই। তাদের নিয়ে সাধারণ কিছুই ছিলো না। যাদের হারিয়েছি তারা সবাই অসাধারণ। তারা প্রজন্ম চালিয়েছে। আমেরিকায় জন্ম নিয়েছে, আমেরিকায় অভিবাসী হয়েছে।’ উল্লেখ্য, জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগের দিন ১৯ জানুয়ারি করোনায় মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়। এর এক মাসেরও কম সময়ের মধ্যে নিহতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেল। সিএনএন, রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ