Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ীর ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৪২ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে ১টি দোকান ঘরসহ বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৩ ফেব্রয়ারী) গভীর রাতে উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে ওই ব্যবসায়ীর প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাজির উদ্দিন তিনি বলেন, আগুনের গ্রামবাসীরা ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরে তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।

স্থানীয়রা জানায় চৌড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাইদুর রহমান সাজু মঙ্গলবার রাতে ব্যবসায়িক কাজ শেষে দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত ১টার দিকে বাড়ির পার্শ্বে দোকানে আগুন দেখতে পান। পরে পুড়ে মুহুর্তেই বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে তার ২টি ঘর, ঘরে রাখা ধান, চাল, নগদ টাকা, আসবাব পত্র, ও দোকানে থাকা সমস্ত মালামাল সহ প্রায় ৩ লাখ টাকা মূল্যের সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক সাজর অভিযোগ কেই শত্রুতা বশত তার দোকানে আগুন লাগিয়েছে।

তাড়াশ ফায়ার সার্ভিসের সাব অফিসার এস এম রেজাউল করিম বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরাজগঞ্জ

২৫ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ