রোজা রেখে মাথায় তেল দেওয়া যাবে কি? অথবা ইফতার পর যদি তেল লাগিয়ে থাকি, তখন ওটা তো গোসল এর আগ পর্যন্ত থেকে যায় এর কারণে রোজার কি কোন সমস্যা হবে??
উত্তর : রোজা রেখে সর্বাবস্থায় মাথায় তেল ব্যবহার করা যায়। কারণ, এটি কোনো স্বীকৃত ছিদ্র পথে পাকস্থলিতে ও মস্তিষ্কে প্রবেশ করে না। উত্তর দিয়েছেন :