Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আসামির যাবজ্জীবন

মোটরসাইকেল না দেয়ায় খুন

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর পরিচালক শহিদুল ইসলাম শিপন হত্যার ঘটনায় তার প্রতিষ্ঠানের কর্মচারী মো. ইমনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ডে করা হয়েছে। হোন্ডা নিয়ে ঘুরতে যাওয়ার জন্য মালিকের কাছে চেয়ে না পেয়ে ইমন এ হত্যাকান্ড করেছে বলে আদালত সূত্রে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ রায় প্রদান করেন, নোয়াখালী দায়রা জজ আদলতের বিচারক সালেহ উদ্দিন আহমদ। যাবজ্জীবন প্রাপ্ত ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জায়কা ইউনিয়ন ৯নং ওয়ার্ড পানাহার এলাকার গোলাপ মিয়ার বাড়ির আল আমিন মিয়ার ছেলে।
জানা গেছে, হত্যাকান্ডের কয়েকদিন আগে ঘুরাঘুরির জন্য ওয়ার্কশপের মালিক শহিদুল ইসলামের কাছে তার ব্যবহৃত মোটরসাইকেলটি চায় ইমন। কিন্তু মোটরসাইকেল না দিয়ে ইমনকে গালমন্ধ ও মারধর করে শিপন। এতে ক্ষিপ্ত হয়ে শিপনকে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার পরিকল্পনা করে ইমন। পরিকল্পনা অনুযায়ী গত ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি রাতের কোন একসময় রমনিরহাট বাজারে ওয়ার্কশপের ভিতরে ঘুমে থাকা শিপনকে হাতুড়ি দিয়ে জখম করে হত্যা করে মোটরসাইকেল ও মোবাইল নিয়ে পালিয়ে যায় ইমন। রাষ্ট্র পক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর (পি.পি) গুলজার আহমেদ জুয়েল জানান, হত্যা মামলাটি বিচারের জন্য আদলতে প্রেরণ করা হলে আসামির বিরুদ্ধে উক্ত অপরাধ বিচারার্থে আমলে নিয়ে পেনাল কোড এর ৩০২ ধারায় অপরাধের অভিযোগ গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোটরসাইকেল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ