Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাউজানে ছাগল বাঁচাতে গিয়ে নারীর মৃত্যু!

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩৬ পিএম

চট্টগ্রামের রাউজানে ছাগল বাঁচাতে গিয়ে দগ্ধ হওয়া জোসনা আরা বেগম তোতা (৫৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৫টায় ঢাকা বার্ণ হসপিটালে তিনি মারা যান। গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার

সকাল ৮টায় রাউজান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের রাউজান ফায়ার সার্ভিসের পেছনে অগ্নিকান্ডের ঘটনায় তিনি দগ্ধ হন। নিহত জোসনা আরা বেগম ওই এলাকার ফজল কাদেরের স্ত্রী ও ইদ্রিস মিয়ার মেয়ে।

জানা যায়, ছাগলকে তাপ দেওয়ার জন্য হাড়িতে করে কয়লা রাখেন। কয়লার হাড়িটি ছাগল ফেলে দিলে সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ছাগল বাঁচাতে ছুটে যান জোসনা আরা বেগম। সে সময় তার শরীরে থাকা সিল্কের শাড়িতে আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ণ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ