Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তৃতীয় ‘স্পাইডার-ম্যান’ ফিল্ম ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ফ্রেন্ডলি নেইবারহুড সুপারহিরো স্পাইডার-ম্যানের ভূমিকায় ফিরছেন টম হল্যান্ড তৃতীয়বারের মত। এই পর্বের নাম চূড়ান্ত হয়েছে- ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’। আসন্ন বড়দিনের ছুটিতে থিয়েটারে মুক্তি পাবে ফিল্মটি। ‘স্পাইডার-ম্যানের টুইটার আইডিতে সম্প্রতি চলচ্চিত্রটির নাম প্রকাশ করা হয়েছে। টুইটে টম হল্যান্ড (পিটার পার্কার/স্পাইডার-ম্যান), জেন্ডায়া (এমজে) এবং জ্যাকব ব্যাটালনের (নেড লিডস) এক ভিডিও যুক্ত করা হয়েছে যেখানে তারা পরিচালক জন ওয়াটসের সঙ্গে আলাপ করতে দেখা গেছে। তারা ফিল্মটির ভুয়া নাম আলোচনা করতে করেতে একটি সাদা বোর্ডের সামনে যান যেখানে আসল নাম ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ লেখা ছিল। এর আগে গুজব রটে তিন স্পাইডার-ম্যান চরিত্রে আলাদা তিনজন অভিনেতা করবেন। এর আগে সংবাদ প্রকাশিত হয় নতুন এই পর্বে আগের দুই স্পাইডার-ম্যান টোবি ম্যাগুইয়ার এবং অ্যান্ড্রু গারফিল্ডও অভিনয় করবেন। এছাড়া আগের দুই ভিলেন জেমি ফক্স (ইলেক্ট্রো, ‘এমেজিং স্পাইডার-ম্যান টু’) এবং আলফ্রেড মোলিনারও (ডক্টর অক্টোপাস, ‘স্পাইডার-ম্যান টু’) এই পর্বে অভিনয় করার কথা। এখন ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’-এর শুটিং চলছে জর্জিয়ার আটলান্টাতে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের চতুর্থ পর্যায়ের অন্তর্ভুক্ত এই ফিল্মটি এই বছর ১৭ ডিসেম্বর মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ