কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২৫

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত: ২৫ জন আহত হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চর পাথালিয়া গ্রামে স্বামীর সাথে অভিমান করে এক সন্তানের জননী বিষ পানে আত্মহত্যা করেছে। চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
২৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার চর পাথালিয়া গ্রামের সরকার বাড়ির তাপস সরকারের স্ত্রী আঁখি রানী সরকার (২০) আত্মহত্যার ঘটনা ঘটায়। জানা যায়, তাপস সরকারের সাথে তার স্ত্রী আঁখি রানীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।
এরই এক পর্যায়ে স্বামীর সাথে অভিমান করে আঁখি ঘরে থাকা বিষাক্ত ঔষধ খেলে মুমুর্ষ অবস্থায় আঁখির বোনেরা তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করে।
শনিবার সকালে চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক জাহিদ আহসান হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত আঁখি ১ সন্তানের জননী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।