নাব্যতা সঙ্কটে নৌবন্দর অচলের শঙ্কা

ভৈরব নদের বিভিন্নস্থানে নাব্যতা সঙ্কট ও পলি জমে, চর জেগে দেশের অন্যতম বৃহৎ যশোরের অভয়নগর
খাগড়াছড়ি জেলার রামগড়ে নদীতে ডুবে সজীব বাহাদুর ছেত্রী (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং বল্টুরাম টিলা গ্রামের কর্ণ বাহাদুর ছেত্রীর একমাত্র ছেলে বলে জানা গেছে।
গতকাল শনিবার দুপুরে বল্টুরামটিলাস্থ ফেনী নদীতে সহপাটিদের সাথে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। জানা যায় শনিবার সাড়ে ১১টায় ফেনী নদীতে সংঙ্গীদের সাথে গোসল করার সময় এক পর্যায়ে সে গভীর পানিতে পড়ে যায়। পরে কিছুক্ষণ পরে অন্য বন্ধুরা চেষ্টা করেও তুলতে ব্যর্থ হওয়ায় স্থানীয়দের সহযোগীতায় ডুবে যাওয়া স্কুল ছাত্রকে পানি থেকে তুলে পরে বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল রহিম সজীবকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার এসআই মুজিবুর রহমান পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।