অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন পাকিস্তানে
ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তান। গত শনিবার এই অনুমোদন দেয়া হয় বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফয়সাল সুলতান নিশ্চিত করেছেন। জানা
ইনকিলাব ডেস্ক : এবার কিরণমালা-ভূতুতে বিরক্ত পাকিস্তান সব ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিতে যাচ্ছে। এর আগে নেপালে নিষিদ্ধ করা হয় ভারতীয় সব টিভি চ্যানেল। ভারতীয় বিভিন্ন সিরিয়াল নানা রকম বিতর্ক রয়েছে। তবে বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানের সাথে রাজনৈতিক বিষয়ও যোগ হয়েছে। প্রসঙ্গত গত বুধবার পাকিস্তানের ওপর চাপ বাড়াতে অল ইন্ডিয়া রেডিওকে বালুচি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পাকিস্তানও হাত গুটিয়ে বসে থাকেনি। ভারতের ওপর পাল্টা চাপ দিতে এবার ভারতীয় চ্যানেলের সম্প্রচারে রাশ টানতে যাচ্ছে ইসলামাবাদ। এবার থেকে পাকিস্তানে ৬ শতাংশের বেশি ভারতীয় চ্যানেলের সম্প্রচার করা যাবে না বলে জানালো পাকিস্তান। দিনের ১০ শতাংশ সময় ভারতীয় চ্যানেলগুলোর জন্য বরাদ্দ করা যেত। অর্থাৎ দিনে ২ ঘণ্টা ৪০ মিনিট ভারতীয় চ্যানেল সম্প্রচার করতে পারত পাকিস্তানের চ্যানেলগুলো। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।