Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

ইন্টারনেটের উচ্চ গতি চাই

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে গত মার্চ মাস থেকেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়। শিক্ষার্থীদের ক্ষতি কিছুটা হলেও কমিয়ে আনতে ধীরে ধীরে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শক্রমে অনলাইনে ক্লাস নেওয়া শুরু হয়েছে। অনলাইন ক্লাসের একটা বড় সমস্যা হলো ইন্টারনেটের ধীরগতি। বিশেষ করে গ্রামের দিকে নেটওয়ার্কের সমস্যার কারণে ক্লাস করতে অনেক সমস্যা হয়। যেমন ভালভাবে স্লাইড/ক্লাস দেখা যায় না, শোনা যায় না এছাড়াও ক্লাস করতে করতে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, পুনরায় জয়েন করার পর অনেক দূর চলে যায়। ফলে অনেক বিষয় অজানা থেকে যায়। এই সকল কারণে ক্লাসগুলো আমাদের জন্য বোঝা অনেক কষ্টকর হয়। অনেক ছাত্র শুধুমাত্র ইন্টারনেটের ধীর গতির কারণে অনলাইন ক্লাসের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। ইন্টারনেটের উচ্চ গতিসম্পন্ন করলে আমরা শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের সুফল আরও বেশি পাব এবং ক্লাস করা আমাদের জন্য সহজ হবে। তাই দেশের সকল জায়গায় বিশেষ করে গ্রামের দিকে ইন্টারনেটের উচ্চ গতিসম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

মো. আরিফুল ইসলাম
শিক্ষার্থী, ফার্মেসী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন