বুড়িচংয়ে মতিন খসরুর তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন

সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরুর তৃতীয় নামাজে জানাজা দুপুর দুইটায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি
পাবনার চাটমোহরের পাঁচুড়িয়া গ্রামে পুকুর খনন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে ফসলি জমিতে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমান আদালত উক্ত গ্রামের রাসেল ইসলামকে ৫০ হাজার টাকা এই জরিমানা করেন।
গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাচুড়িয়া গ্রামের আঃ শুকুরের ছেলে রাসেল ইসলামকে ৫০ হাজার টাকা এই জরিমানা করেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ধারায় এই জরিমানা করা হয়। আদালতকে সহায়তা করে চাটমোহর থানা পুলিশ। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে চাটমোহর থানা পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।