ওসমানীনগরে ট্রাক চালক হত্যার আসামী আটক: আদালতে স্বীকারোক্তি

সিলেটের ওসমানীনগরে ট্রাক চালক হত্যাকান্ডের আসামী গ্রেফতার। হত্যাকাণ্ডের মাসের মাথায় আসামিকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।
এখনো বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে মানুষ। দিন দিন এই ভাইরাসে মানুষের মৃত্যু বাড়ছে। সংক্রমিত হচ্ছে অসংখ্য মানুষ। এবার নতুন এক আতঙ্কের কথা শোনালেন বিশেষজ্ঞরা।
করোনাভাইরাস সংক্রমণ এক অথবা দুই বছরের মধ্যে মৌসুমি রোগে পরিণত হতে পারে। রাশিয়ার সেন্ট্রাল সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব ইপিডেমিওলোজি নাতালয়া সেশিনিচনায়া’র ক্লিনিক্যাল এন্ড এনালিটিক্যাল ওয়ার্ক উপপ্রধান বার্তা সংস্থা তাসকে এ কথা বলেন।
ইনস্টিটিউটের এই নারী গবেষক বলেন, ‘সম্ভবত আগামী এক থেকে দুই বছরের মধ্যে এটি মৌসুমি রোগে পরিণত হবে। ইতোমধ্যেই এটির মৌসুমি অসুস্থতার ইঙ্গিতগুলো প্রকাশ পেতে শুরু করেছে। সংক্রমণ হ্রাস পাওয়া তার প্রমাণ হতে পারে।’
ইনস্টিটিউট বিশেষজ্ঞদের মতে, মৌসুমি রোগ সাধারণত শরৎ এবং বসন্তকালে ছড়ায়, ফলে বছরের এই সময়ে কোভিড ১৯ সংক্রমণ বাড়তে পারে।
সূত্র : বাসস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।