Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কৈশোরে নিয়ন্ত্রণের বাইরে ছিলেন ড্রু ব্যারিমোর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২১, ১২:০২ এএম

কৈশোরে হলিউড তারকা ড্রু ব্যারিমোর একবার একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন তাতে তাকে মনোরোগের হাসপাতালের বদ্ধ ঘরে থাকতে হয়েছিল। ড্র্রুর মা জেইড ব্যারিমোর স্বীকার করেছেন তার কন্যার বয়স যখন মাত্র তখন তার সঙ্গে খুব বেশি মন্দ সূত্রের সঙ্গে যোগাযোগ ছিল আর তার আচরণ ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। “ম্যালিবুতে আমার এমন ৩০টি জায়গার সঙ্গে পরিচয় ছিল। এখানকার অভিজ্ঞতা ছিল আমার জানার বাইরে। এমন জায়গার একটি ভ্যান আইজ সাইকিয়াট্রিক, যেখানে আমি দেড় বছর ছিলাম। সেখানে কোনও বেয়াড়াপনা করা যেত না। তা করলে প্যাড লাগান বদ্ধ ঘরে আটকে রাখা হত বা স্ট্রেচারে হাতপা বেঁধে রাখা হত,” ড্রু বলেন। “আমি স্কুলে যেতাম না, ক্লাবে নিয়মিত যেতাম, মায়ের গাড়ি না বলে নিয়ে যেতাম: একবারে নিয়ন্ত্রণের বাইরে ছিলাম। তা অনেক সময় এতোটাই হাস্যকর হয়ে উঠত, যখন আমি রেগে যেতাম আর আমাকে প্যাড লাগানে বদ্ধ ঘরে ছুড়ে দেয়া হত, “ তিনি আরও বলেন। তিনি জানান, তার মা সেসময় তাকে যে হাসপাতালে পাঠাতেন তা কতটা যৌক্তিক ছিল তা তিনি এখন বোঝেন। ড্রু সাবেক স্বামী উইল কোপেলম্যানের ঔরসজাত দুই সন্তানের মা- তার একজন কন্যা অলিভ (৮) এবং ছেলে ফ্র্যাঙ্কি (৬)। “আমার মনে হয় ৩০ বছরের থেরাপি আর আত্মা অনুসন্ধান আর সন্তানের মা হবার পর আমি বুঝতে পারছি আমি দানব ছিলাম।“ ড্রু মাত্র ১৪ বছর বয়সে তার বাবামায়ের কাছ থেকে মুক্তি নিয়ে আলাদা থাকতে শুরু করেন। তিনি জানান এখন সেজন্য তিনি অনুতপ্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রু-ব্যারিমোর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ