Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চৌদ্দগ্রামে ২৩ হাজার স্টেরয়েড ট্যাবলেট উদ্ধার

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল শুক্রবার দুপুরে গরু মোটাতাজাকরণের অবৈধ ভারতীয় ২৩ হাজার স্টেরয়েড ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। আটককৃত অন্যান্য মালামাল হলো; ১৩০টি ভারতীয় শাড়ি, ১৬৮০ প্যাকেট ওষুধ, ১শ’ বৈদ্যুতিক সামগ্রী, দুইটি সিএনজি অটোরিকশা, ১১ বোতল হুইস্কি, ১ বোতল বিয়ার ও ১ বোতল ফেনসিডিল।

কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মেহেদী হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমানগন্ডা বিজিবি সদস্যরা নোয়াপাড়া এলাকা থেকে ২৩ হাজার স্টেরয়েড ট্যাবলেটসহ ১১ বোতল হুইস্কি, ১ বোতল বিয়ার ও ১ বোতল ফেনসিডিল আটক করে। এছাড়া অপর অভিযানে বিজিবি সেক্টর সক্টরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম বিজিবি সদস্যরা চৌদ্দগ্রাম এলাকা হতে ভারতীয় শাড়ি ১৩০ টি, ওষুধ-১৬৮০ প্যাকেট, বৈদ্যুতিক মালামাল-১০০ টি এবং সিএনজি-০২ টি আটক করতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চৌদ্দগ্রামে ২৩ হাজার স্টেরয়েড ট্যাবলেট উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ