Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ হলেও যৌথ সম্মতির শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাসের পর পুরুষ কিংবা নারী যদি বিয়ে করতে অস্বীকৃতিও জানায়, তারপরও তাকে ধর্ষণ বিবেচনা করা যাবে না বলে রায় দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন একসঙ্গে বসবাস করা ২ কল সেন্টার কর্মীর মামলার প্রেক্ষিতে সোমবার এই আদেশ দেওয়া হয়। মামলার স‚ত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, একে অন্যকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করতেন ২ কল সেন্টার কর্মী। প্রায় ৫ বছর ধরে একসঙ্গে থাকার পর তাদের মধ্যে টানাপড়েন তৈরি হয় এবং সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীকালে ওই তরুণ অন্য এক তরুণীকে বিয়ে করেন। তবে সহবাসে থাকা আগের তরুণী তার বিরুদ্ধে ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ’ সংক্রান্ত মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি বোবদে, বিচারপতি এ এস বোপান্না এবং ভি রামাসুব্রহ্মণিয়নের বেঞ্চে। বিচারপতিদের বক্তব্য, ‘‘বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া ঠিক নয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা উচিত নয় কোনও নারীরও। তবে তার অর্থ এই নয় যে, দীর্ঘদিন ধরে সহবাস এবং সহমতের ভিত্তিতে যৌন মিলনকে ধর্ষণ বলে আখ্যা দেওয়া যায়।’ ওই তরুণের আইনজীবী বিভা দত্ত মাখিজা আদালতে যুক্তি দেন, সহমতের ভিত্তিতে যৌন সম্পর্ককে যদি ধর্ষণ হিসেবে ধরা হয়, এবং তার জেরে কেউ গ্রেফতার হন, সেটা বিপজ্জনক প্রবণতা হয়ে উঠতে পারে। উল্টো দিকে অভিযোগকারিণীর আইনজীবী আদিত্য বশিষ্ঠের পাল্টা যুক্তি, ওই তরুণ গোটা বিশ্বের সামনে ঘোষণা করেছেন তারা স্বামী-স্ত্রীর মতো থাকছেন এবং একটি মন্দিরে বিয়ে করেছেন। কিন্তু পরবর্তীকালে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এবং তার মক্কেলকে শারীরিক নিগ্রহ ও আর্থিক শোষণ করেছেন। সওয়াল-জবাব শেষে ওই যুবককে ৮ সপ্তাহের জন্য গ্রেফতারিতে সুরক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালত। ২০১৮ সালে এই ধরনেরই ২টি মামলাতেও প্রায় একই ধরনের পর্যবেক্ষণ ছিল শীর্ষ আদালতের। ওই ২ মামলায় বলা হয়েছিল, কোনও নারী স্বেচ্ছায় কোনও পুরুষের সঙ্গে একত্রে স্বামী-স্ত্রীর মতো থাকলে সহমতের ভিত্তিতে যৌন সম্পর্ক এবং ধর্ষণের মধ্যে পার্থক্য করা কঠিন। ধর্ষণ এবং সহমতের ভিত্তিতে যৌন সম্পর্কের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে বলেও মামলায় উল্লেখ করেছিল সুপ্রিম কোর্ট। টিওআই, এনডিটিভি।

 

 



 

Show all comments
  • মুহাম্মদ মিজানুর রহমান ৩ মার্চ, ২০২১, ২:১৩ এএম says : 0
    সঠিক কথা। বিয়ের প্রতিশ্রুতিতে যে মেয়ে নিজেকে লেলিয়ে দেয়, সে হয়তো বেকুব নয়তো নিজেও সেটা উপভোগ করে। কাল কি হবে সেটা কেউ জানেনা।
    Total Reply(0) Reply
  • Habib Liton ৩ মার্চ, ২০২১, ২:৩১ এএম says : 0
    এটা প্রতারণা হতে পারে ; ধর্ষণ নয়। এটা বাংলাদেশেও হওয়া উচিৎ।
    Total Reply(0) Reply
  • Partho Mallik ৩ মার্চ, ২০২১, ২:৩২ এএম says : 0
    কথা কিন্তু সত্য! এইটা আবার ধর্ষণ হয় কেমনে? ধর্ষণের সংজ্ঞা তো সবাই জানে!
    Total Reply(0) Reply
  • হাবীব ৩ মার্চ, ২০২১, ২:৩৩ এএম says : 0
    ভারতের সর্বোচ্চ আদালতকে ধন্যবাদ জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ৩ মার্চ, ২০২১, ২:৩৩ এএম says : 0
    এতে অনেক হয়রানি কমে যাবে।
    Total Reply(0) Reply
  • Md Hafizul Haque ৩ মার্চ, ২০২১, ৭:২৯ এএম says : 0
    Firstly this relationship is forbidden before marry Either mutual agreement or not, secondly cheating, so both of them should be punished for wrong relationship
    Total Reply(0) Reply
  • H.M HABIBULLAH ৩ মার্চ, ২০২১, ৭:৩২ এএম says : 0
    ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম অনুযায়ী যদি মানুষ জীবন চলতো তাহলে কোন মেয়ের ইজ্জত এর মানহানি হতো না অতএব সকলের উচিত ইসলাম গ্রহণ করে ইসলামের উপর অটল থাকা এবং প্রত্যেক মেয়ের শিক্ষা নেওয়া যে আমি অবৈধভাবে কিভাবে অন্য ছেলের পাশে ঘুমায়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ