Inqilab Logo

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮, ২৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী
শিরোনাম

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, পাইলটসহ সবাই নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ৩:০৬ পিএম

পূর্ব-মধ্য আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) বিমানটি জংলি রাজ্য থেকে জুবা বিমানবন্দরে যাওয়ার পথে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। ডেইলি সাবাহ।

এতে বিমানে থাকা ৮ যাত্রী এবং ২ পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বিমানটি দক্ষিণ সুদানের সুপ্রিম এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় মৃতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এটা এ বিমান সংস্থাটির পরিচালিত দ্বিতীয় দুর্ঘটনার ঘটনা।
প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে সুপ্রিম এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে গেলে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র : ডেইলি সাবাহ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ সুদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ