বেতাগীতে ট্রলির ধাক্কায় এক জনের মৃত্যু: আহত দুই
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনিতে ট্রলির ধাক্কায় এক জনের মৃত্যু ও দুইজন গুরুতর আহত হয়েছে। জানা গেছে, রোববার বিকাল ৫টায় বেয়াইনের মৃত্যুতে ডাল-ভাত দিয়ে বেয়াই বাড়ি উপজেলার
তার নাম আনন্দ হাজরা ওরফে সন্তোষ, বয়স ত্রিশ। ট্রেন দেখলেই পাথর ছোড়া তার নেশা। যখনই ট্রেন দেখতো, তখনই সে পাথর ছুড়তো। আজ বুধবার সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দেখতে পেয়ে সে পাথর ছুড়েছিল। কিন্তু এবার তাকে জনতা হাতেনাতে ধরে ফেলে। উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয়া হয়।
খুলনা জিআরপি থানার এসআই সাইদুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে যাওয়া চিত্রা এক্সপ্রেসে পাথর নিক্ষেপকালে আনন্দ হাজরা সন্তোষ নামে এক যুবককে আটক করেছে জনতা। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি নওয়াপাড়া অতিক্রমকালে এ ঘটনা ঘটে। আটকের পর খুলনা জিআরপি থানায় মামলা হয়েছে। আটক আনন্দ হাজরা সন্তোষ (৩০) দিনাজপুরের নবাবগঞ্জের পাঠাজাগির গ্রামের সুনিরাম হাজরার পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, আগেও বহুবার ট্রেনে পাথর নিক্ষেপ করেছে সে, তবে ধরা পড়েনি ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।