Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

বাংলা ভাষা ও তার সঠিক প্রয়োগ

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

মনের ভাব প্রকাশের প্রধান বাহন ভাষা। মানুষ মাত্রই ভাষার মাধ্যমে পারস্পরিক ভাব আদান-প্রদান করে। কিন্তু স্থান, কাল, পাত্র ভেদে ভাষার বিভিন্নতা বিদ্যমান। যেমন, কোথাও বাংলা, কোথাও আরবি, হিন্দি, উর্দু, ইংরেজি ইত্যাদি। কিন্তু প্রতিটি ভাষার রয়েছে নিজস্ব নিয়ম-নীতি, উচ্চারণরীতি, বানানরীতি এবং প্রয়োগ কৌশল। মানবমনের মনোভাব প্রকাশের যথার্থতা নির্ভর করে বাক্যে শব্দের প্রয়োগ কৌশল ও শব্দের বানানের শুদ্ধতার উপর। অন্যথায় বক্তার মনোভাব অব্যক্ত থেকে যাবে অথবা পরিপূর্ণভাবে প্রকাশ সম্ভব হবে না। তাই প্রতিটি ভাষার ক্ষেত্রে শব্দের সঠিক বানান এবং বাক্যে শব্দের সঠিক প্রয়োগ গুরুত্বপূর্ণ। বাংলা ভাষাভাষী হিসেবে আমাদেরকে অবশ্যই বাংলা ভাষার যথার্থ ব্যবহার, বাক্যে শব্দের প্রয়োগ এবং বাংলা বানানের শুদ্ধতার ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়া চাই। আমরা যদি সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত শব্দগুলোর সঠিক অর্থ না জানি অথবা একাধিক অর্থ প্রকাশকারী শব্দগুলোর অর্থ অনুযায়ী বাক্যে সঠিক প্রয়োগ না জানি, তবে আমাদের লজ্জার অন্ত থাকবে না। সামান্য একটি ভুল বানানের জন্য পুরো বাক্যের অর্থই পাল্টে যেতে পারে। সুতরাং, যথাযথভাবে মনের ভাব ব্যক্ত করার জন্য অর্থানুযায়ী বাংলা বাক্যে শব্দের যথার্থ প্রয়োগ এবং বাংলা বানানের শুদ্ধতার ব্যাপারে সচেতনতা আবশ্যক। ইংরেজি শিখার প্রতিযোগিতায় মাতৃভাষাকে বিসর্জন দিয়ে দিলে চলবে না। আসুন, আমাদের মায়ের ভাষা বাংলা শুদ্ধভাবে বলতে, লিখতে ও পড়তে শিখি।

আবু মো. ফজলে রোহান
নবগ্রাম, ১নং ওয়ার্ড, চৌদ্দগ্রাম পৌরসভা, চৌদ্দগ্রাম, কুমিল্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন