জাপানে তৃতীয়বারের মতো জরুরি অবস্থা

জাপানে করোনার চতুর্থ ঢেউ মারাত্মকভাবে প্রভাব ফেলতে শুরু করেছে। এর প্রেক্ষিতে রাজধানী টোকিওসহ চার প্রদেশে
ইথিওপিয়ায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত করতে চায় জাতিসংঘ। বৃহস্পতিবার একটি বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট। ক্রমাগত হত্যা ও ধর্ষণের তদন্তের জন্য জাতিসংঘের প্রতিনিধিদের টিগরেতে প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। -আল জাজিরা, আরব নিউজ
বিবৃতিতে আরও বলা হয়, ঐ অঞ্চলে সংঘটিত ঘটনাগুলো যুদ্ধাপরাধের সামিল। একাধিক পক্ষ এর সঙ্গে জড়িত বলেও উল্লেখ করা হয়েছে। সেখানে ইথিওপিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনী, টিগরে পিপল’স লিবারেশন ফন্ট, ইথিওপিয়ান আর্মড ফোর্স, আর্মেনিয়ার আঞ্চলিক বাহিনী এবং জোটবদ্ধ মিলিশিয়ার সংশ্লিষ্টতার কথা ওঠে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।