বিভাগের ১০ জেলার মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনাতে

খুলনা বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫২২। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা জেলায়। স্বাস্থ্য
নগরীর বন্দর থানা এলাকায় ফুটপাতে সন্তান প্রসব করেন এক মানসিক প্রতিবন্ধী। সন্তানসহ ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক মো. আমান।
তিনি বলেন, আজ সকালে বন্দর থানার কিছু দূরে ফুটপাতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সন্তান প্রসব করতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাদের উদ্ধার করে। যদি আর কিছুক্ষণ দেরি হতো তাহলে ওই নবজাতক ও নারী মারা যাওয়ার আশংকা ছিল। কারণ তখন দু’জনই ফুটপাতে ছটফট করছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।