Inqilab Logo

ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮, ০৪ রমজান ১৪৪২ হিজরী

জীবন্ত অগ্নিগিরির কারণে আইসল্যান্ডে ১ সপ্তাহে ১৭ হাজার বার ভূমিকম্প!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ৪:৪৫ পিএম

আইসল্যান্ডে জীবন্ত অগ্নিগিরি থাকার কারণে গত সপ্তাহে ১৭ হাজার বার ভূমিকম্প হয়েছে।তবে এতো অল্প সময়ে এত সংখ্যক বার অতীতে আর ঘটেনি। যদিও দেশটিতে ভূমিকম্পের ঘটনা খুবই অস্বাভাবিক। দেশটির দক্ষিণপশ্চিমের রেইকইয়াভিক অঞ্চলে সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছিল গত ২৪ ফেব্রুয়ারি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। রাজধানী শহর রেইকইয়াভিক ও এর আশপাশের শহরগুলো ভীষণভাবে কেঁপে উঠেছিল। -সিএনএন ও নেচার
দেশটির আবহাওয়া অধিদপ্তর এখনও কোনো বিশেষ আগাম তথ্য জানাতে পারেনি। দেশটির মোট জনসংখ্যার তিনভাগের দুইভাগই এখানে বসবাস করেন। সর্বশেষ হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি ও ১ ও ৩ মার্চ। আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভলকানোলজির অধ্যাপক পরভালদুর পোরোয়ারসন বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভূমিকম্প হতেই পারে, বড় ভূমিকম্পও হতে পারে, কিন্তুপ্রায় এক সপ্তাহ ধরে ভূমিকম্প হচ্ছে। আর হওয়ার শঙ্কার করছেন এখানকার মানুষ। ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের এলাকার শুধু সড়কগুলোয় ছোট ছোট ফাটল দেখা দেখা দেয়নি। পুরনো কিছু ভবনেও ফাটল দেখা গেছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসল্যান্ড

২৬ মার্চ, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ