কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত ২১জন
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে কুষ্টিয়া সদর উপজেলায় ২ জন ব্যাক্তি মৃত্যুবরণ করেছেন।পিসিআর ল্যাবে আজ ১২ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮১টি স্যাম্পলের (কুষ্টিয়া
নাটোরের লালপুরে মাটিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন কাদির নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে।
নিহত শাহীন কাদির বগুড়ার ধনট উপজেলার বেড়াবাড়িয়া এলাকার জমশেদ আলীর ছেলে ও এক এনজিও কর্মী ছিলো।
রবিবার (০৭ মার্চ) ভোরে উপজেলার লালপুর হল মোড় এলকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ‘ভোরে শাহীন ঈশ্বরদী থেকে তার কর্মস্থল রাজশাহীর পবায় যাওয়ার জন্য মোটসাইকেল যোগে বের হয়ে পথের মধ্যে লালপুর হল মোড় এলাকায় পৌঁছাইলে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে তার মুখমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হয় শাহিন ও মাটিবাহী ট্রাকটি পালিয়ে যায়। পরে এলাকাবাসি এসে গুরুত্বর আহত অবস্থায় শাহিন কাদির কে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কে মৃত ঘোষণা করে।
লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। মাটিবাহী ট্রাকটি আটকের চেষ্টা চলছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।