Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

টানা ৩৭তম সপ্তাহ ধরে চলছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম

ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে টানা ৩৭তম সপ্তাহে বিক্ষোভ হয়েছে। তবে শনিবারের বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী ও নেতানিয়াহুর সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর সহিংস আক্রমণ চালায়। পবিত্র আল-কুদস জেরুজালেম শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের সামনে এবং আরো বহু সড়ক-মহাসড়ক ও গুরুত্বপ‚র্ণ ব্রিজের ওপর বিক্ষোভকারীরা মিছিল-সমাবেশ করে। অধিকৃত ভূখন্ডের হাজেরা নামক স্থানে নেতানিয়াহুর একটি সমাবেশে বক্তব্য দেয়ার কথা ছিল। বিক্ষোভকারীরা সেখানেও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেখানে নেতানিয়াহুর সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। আগামী ২৩ মার্চ ইসরাইলে আবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত দুই বছরের মধ্যে এ নিয়ে চারবার ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ক্ষমতা ছাড়ার দাবিতে এমন বিক্ষোভ নেতানিয়াহুর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের জন্য গত নভেম্বর মাসে নেতানিয়াহুকে ইসরাইলের আদালত অভিযুক্ত করে। তবে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে- ইসরাইলের গণমাধ্যমের নির্বাহীদেরকে নেতানিয়াহু ৫০ কোটি ডলার ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন যাতে গণমাধ্যমগুলো তার পক্ষে সংবাদ কভারেজ দেয়, যা নেতানিয়াহুর দ্বিতীয় দফা নির্বাচনে বিজয়ী হতে সাহায্য করবে। হারেৎজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ