Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফেসবুক, টুইটার কর্মীদের জেলে পাঠানোর হুমকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

নিয়ম না মানলে ফেসবুক, টুইটার ও হোয়্যাটসঅ্যাপের কর্মীদের জেলের হুমকি দিয়েছে ভারত। বিদেশী এসব প্ল্যাটফর্মের স্বাধীনতা ভোগ করে অব্যাহত রাজনৈতিক আন্দোলন দমন ও এসব প্ল্যাটফর্মের ওপর প্রভাব ফেলতে এই উদ্যোগ নিয়েছে দেশটি। সামাজিক যোগাযোগ ও মেসেজিং অ্যাপ সেবাদাতা কোম্পানিগুলোর কর্মীদের জেলে ঢুকানোর এই হুমকির কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবরে বলা হয়, পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভারত সরকারের দাবি মোতাবেক বিভিন্ন তথ্য সরবরাহ ও পোস্ট সরিয়ে নিতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতেই এই হুমকি দেওয়া হয়। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট করে বলা হয়েছে, দাবি না মানলে ভারত-ভিত্তিক কর্মীরা গ্রেপ্তারের ঝুঁকিতে থাকবেন। ভারতের বাজার অনেক বড় হওয়ায় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো তাদের ইউজার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে দেশটির দিকে ঝুঁকছে। আর এই বিষয়কেই পুঁজি করতে চায় ভারত সরকার। ভারত সরকার যেসব ডাটা বা তথ্য চেয়েছে, তার অনেকখানিই হোয়্যাটসঅ্যাপ কেন্দ্রিক। এই অ্যাপ ভারতে ভীষণ জনপ্রিয়। ওয়াল স্ট্র্রিট জার্নাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক

২২ এপ্রিল, ২০২২
৯ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ