Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাধীনতা পুরস্কার পেলেন গাজী মাজহারুল আনোয়ার ও আতাউর রহমান

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

সংস্কৃতিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত সুরকার-গীতিকার-সুরকার, সঙ্গীত পরিচালক, প্রযোজক-পরিচালক গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান। গাজী মাজহারুল আনোয়ার প্রায় ২০ হাজার গান রচনা করেছেন। স্বাধীনতা, দেশপ্রেম থেকে শুরু করে আধুনিক গানে তার অবদান অপরিসীম। তার লেখা কালজয়ী গানের মধ্যে অন্যতম ‘জয় বাংলা, বাংলার জয়’। গানটি আমাদের মুক্তিযুদ্ধের সময়ে প্রেরণাদায়ক গান হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। বিবিসি বাংলার তৈরি করা করা শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় জয় বাংলা, বাংলার জয় গানটি ১৩তম স্থান লাভ করেছে। তিনি ২০০২ সালে একুশে পদক লাভ করেন। আতাউর রহমান একাধারে টেলিভিশন অভিনেতা, মঞ্চ নির্দেশক এবং লেখক। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী মঞ্চনাটক আন্দোলনের অগ্রদূত। মঞ্চনাটকে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০১ সালে একুশে পদককে ভূষিত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজী মাজহারুল আনোয়ার ও আতাউর রহমান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ