কোম্পানীগঞ্জের বসুরহাটে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা
কোম্পানীগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনার জেরে আরও দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর আগে গ্রুপের সংঘাতের জেরে থানায় ও আদালতে পাল্টাপাল্টি একাধিক মামলা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল)
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে আজ মঙ্গলবার দুপুরে ট্রাকের ধাক্কায় পারুল বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত পারুল বেগমের বাড়ি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বাড়িয়া মহল্লায়। তার স্বামীর নাম সেলিম হোসেন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ জানান, পারুল বেগমের বড় মেয়ের শ্বশুর বাড়ি পদ্মা নদীর ওপারে চর মাজারদিয়াড়ে। সাত বছরের ছোট মেয়ে লাবিবা খাতুনকে নিয়ে পারুল বড় মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। নিজ বাড়িতে ফেরার পথে কাশিয়াডাঙ্গা মোড়ে এসে সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এতে হাত ধরে থাকা মেয়ে লাবিবাকে ধাক্কা দিলে দূরে ছিটকে পড়ে। আর গুরুতর আহত হন পারুল। ঘটনাস্থলেই থাকা পুলিশের একটি গাড়িতে করে দ্রুত পারুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হয়েছে। হেলপার পালাতে পারলেও আটক করা হয়েছে ট্রাকের চালককে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। আর রামেকের মর্গে ময়নাতদন্ত শেষে নিহত পারুল বেগমের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।