Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুঁজিবাজার উন্নয়নে বিএসইসির সঙ্গে বসবে কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ৪:৩১ পিএম

পুঁজিবাজারের উন্নয়নে এবং দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় আরও বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (১৫ মার্চ) এ বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ বুধবার (১০ মার্চ) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার (১৫ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগারগাঁওয়ের বিএসইসির কার্যালয়ে বৈঠকে বসবেন। বৈঠকে বিএসইসির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

বৈঠক সম্পর্কে বিএসইসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, কীভাবে পুঁজিবাজারের আরও উন্নয়ন করা যায় বৈঠকে সেই বিষয়টি গুরুত্ব পাবে। একইসঙ্গে পুঁজিবাজার ও মুদ্রাবাজারের উন্নয়নে উভয় নিয়ন্ত্রক সংস্থা কোন বিষয়গুলো নিয়ে একসঙ্গে কাজ করতে পারে সে ব্যাপারেও আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় আরও বৃদ্ধি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেন্দ্রীয় ব্যাংক

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ