Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকায় ফিরেছে জাতীয় দল

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বৃহস্পতিবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে বিধ্বস্ত হওয়ার পর মালে থেকে ঢাকায় ফিরে এসছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে দলটি। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফের আগে একমাত্র প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে ৫-০ গোলের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা। ঢাকায় নেমেই বনানীর আর্মি স্টেডিয়ামে এক ঘণ্টার অনুশীলনে ঘাম ঝরান জাতীয় দলের ফুটবলাররা। বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অনুশীলন করে টিম হোটেলে ফিরে বেলজিয়ান কোচ টম সেইন্টফিটের শিষ্যরা। ঢাকায় ফেরার পর মিডিয়ার সামনে মুখ খুলেনি বাংলাদেশর টিম ম্যানেজমেন্ট। আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাছাই পর্বের প্লে-অফের হোম ম্যাচে ভুটানকে মোকাবিলা করবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকায় ফিরেছে জাতীয় দল

৪ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ