স্কয়ার ফার্মার আগুন নিয়ন্ত্রণে আসলো ১৯ ইউনিটের ৭ ঘণ্টার চেষ্টায়

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় লাগা আগুন ১৯ ইউনিটের ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কন্যার বাল্য বিয়ে দেওয়ার দায়ে পিতার ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন৷ ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
১২ মার্চ বিকেল ৫ টায় নাচোল উপজেলার ঘিওন গ্রামের আব্দুল বাসিরের ছেলে মোহবুল হক তার মেয়ে মৌসুমী খাতুন (১৫) বিয়ে দেওয়ার অপরাধে থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসারের নিকট হাজির করেন। এসময় মোহবুল হক তার অপরাধের কথা স্বীকার করায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বর ও কনের নিকট মুচলেকা নিয়ে তাদের বয়স হলে সংসার করবে বলে ছেড়ে দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।