Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮, ২৩ রমজান ১৪৪২ হিজরী

নওগাঁর আত্রাইয়ে সীমান্ত ট্রেনের ধাক্কায় বালু বোঝাই ট্রাক উল্টে রাস্তার নিচে

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:৫০ পিএম

নওগাঁর আত্রাইয়ে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বালু বোঝাই ট্রাক রাস্তার নীচে উল্টে পড়ে। এসময় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রেনটি তার গন্তব্য ছেড়ে চলে গেছে। আহসানগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন গতকাল রাত ১১টার দিকে আত্রাই আহসানগঞ্জ রেল স্টেশন পার হচ্ছিল। এসময় আত্রাইয়ের বড় নদীর ব্রীজ নামক স্থানে রেললাইনের অরক্ষিত গেটে বালু বোঝাই ট্রাক পার হচ্ছিল। কিন্তু ঘটনাক্রমে ট্রাকটি রেললাইন পার হওয়ার আগেই ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি তার গন্তব্যে চলে যায়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দূর্ঘটনার পর ট্রাকের চালক ও চালকের সহযোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলেগেছে। তবে তাদের ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ রয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন দুর্ঘটনা

১৩ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ