Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্কে খুচরা বিক্রি বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যেও তুরস্কের খুচরা ব্যবসার জন্য সুখবর। জানুয়ারিতে বছরওয়ারি খুচরা বিক্রি বেড়েছে ২ শতাংশ। শুক্রবার প্রকাশিত সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলু এজেন্সি। টার্কিশ স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (টার্কস্ট্যাট) তথ্যমতে, জানুয়ারিতে খাদ্যপণ্য, পানীয় আর তামাকপণ্যের বিক্রি বছরওয়ারি বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ। যদিও গাড়ির জ্বালানি আর খাদ্যবহির্ভ‚ত পণ্যের বিক্রি যথাক্রমে ৫ দশমিক ৮ ও শ‚ন্য দশমিক ৬ শতাংশ করে কমেছে। খাদ্যবহির্ভ‚ত পণ্যের মধ্যে ইলেকট্রনিক পণ্য ও ফার্নিচারের বিক্রি ১২ দশমিক ৯ শতাংশ বাড়লেও কম্পিউটারসামগ্রী, বই-টেলিযোগাযোগ খাতের যন্ত্রপাতির বিক্রি মাত্র শ‚ন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে বলে পরিসংখ্যান বলছে। টেক্সটাইল, কাপড়চোপড় আর পাদুকার বিক্রি কমেছে ২১ দশমিক ৪ শতাংশ, আর চিকিৎসাসামগ্রী ও কসমেটিকসের বিক্রিও কমেছে ২ দশমিক ৫ শতাংশ করে। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো তুরস্কেও অনলাইনে কেনাকাটা বেড়েছে। অনলাইনে অর্ডার গত বছরের তুলনায় ১০১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আনাদোলু।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ